• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৯:১৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৯:১৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যাংক ও বীমা

বগুড়ায় ব্যাংক লকার ভেঙে ১০ লাখ টাকা চুরি

২৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৩৪:০৮

বগুড়ায় ব্যাংক লকার ভেঙে ১০ লাখ টাকা চুরি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ব্যাংকের ভেতরে প্রবেশ করে সিন্দুক ভেঙে প্রায় ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।

২৬ জানুয়ারি শুক্রবার রাতে বগুড়া সদরের পল্লিমঙ্গল বন্দরে এনআরবিসি ব্যাংকের উপশাখায় এই চুরির ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, পল্লিমঙ্গল হাট সংলগ্ন জনৈক আব্দুর রজ্জাকের বাড়ির নীচতলায় দুই কক্ষ ভাড়া নিয়ে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলছিল। ব্যাংকের ওই শাখায় তিনজন কর্মকর্তা কর্মচারী কর্মরত। এই শাখায় কোন নৈশ প্রহরী নেই।

বৃহস্পতিবার লেনদেন শেষে ব্যাংকের সিন্দুকে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা রেখে চলে যান। শনিবার ভোরে বাড়ির মালিক ফোন করে ব্যাংকে চুরির ঘটনাটি জানান। খবর পেয়ে তিনি নাটোর গ্রামের বাড়ি থেকে বগুড়ায় এসে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আব্দুর রাজ্জাকের দোতলা বাড়ির নীচতলায় এসকেএস ফাউন্ডেশন নামের একটি এনজিওর অফিস রয়েছে। সেখানে সিড়ি ঘরের পাশে দুইটি কক্ষে ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। বাড়ির মালিক আব্দুর রজ্জাক দোতলার ছাদে সিঁড়ি ঘরের দরজা সংলগ্ন দেয়ালের দুই লাইন ইট খুলে চোরের দল প্রবেশ করে বলে জানান। এরপর নীচতলায় সিঁড়ি ঘর সংলগ্ন ব্যাংকের প্রবেশের দরজার তালা লাগানো ক্লাম কেটে ভিতরে প্রবেশ করে।

ঘটনাস্থল পরির্দশনকারী পুলিশের কর্মকর্তারা চুরির ঘটনাকে রহস্যজনক মনে করছেন। তাদের মতে সিঁড়ি ঘরের ইট খুলে সাত ইঞ্চি ফাঁকা জায়গা দিয়ে ভেতরে একজন মানুষের প্রবেশ করা সম্ভব না। এছাড়াও ব্যাংকের ভেতরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তার সংযোগ বিচ্ছিন্ন করা ছিল।

পল্লিমঙ্গল বাজারে রাতের নিরাপত্তায় চারজন নৈশ প্রহরী দায়িত্ব পালন করেন। তাদের একজন ঠান্ডু মিয়া বলেন, চারজনই সারারাত দায়িত্ব পালন করেছেন। রাতে এলাকায় সন্দেহজনক কাউকে ঘোরা ফেরা করতে দেখেননি।

ঘটনাস্থল পরিদর্শনের পর বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ব্যাংকের ওই উপশাখায় চুরির ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হয়েছে। জড়িতদের সনাক্ত এবং গ্রেফতার করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। প্রযুক্তিগত সহায়তা বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮