মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবনব্যবস্থা। এমন উপলব্ধি থেকেই কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
১৮ আগস্ট শুক্রবার নিজ ইচ্ছায় স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই যুবক। তার আগের নাম দেবষীশ দাশ বদল করে এখন হয়েছেন মো. বাপ্পি হোসেন। তার পিতা মৃত ধনঞ্জয় দাশ, মাতা বাসন্তী রানী দাশ। তিনি হোয়ানক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিন্দু পাড়ার বাসিন্দা।
সদ্য মুসলিম হওয়া মো. বাপ্পি হোসেন ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে গত ১৮ মে কক্সবাজার নোটারি পাবলিক কার্যালয় থেকে হলফনামা করেছিলেন। তারপর শুক্রবার হোয়ানক কালাগাজীর পাড়া নূরীয়া মুজাহেরুল উলুম মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার মুহাতামিম মাওলানা শহিদুল্লাহর কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
মো. বাপ্পি হোসেন জানান, শৈশব থেকেই মুসলমান বন্ধুদের সাথে বড় হয়েছি। ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিলো। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনেকের সাথে পরামর্শ করেছি। পরে গত ৫ মে কক্সবাজার নোটারি পাবলিকের কার্যালয় থেকে ধর্ম পরিবর্তনের হলফনামা নিয়ে স্থানীয় মাদ্রাসার হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।
হোয়ানক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আনোয়ার হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের এক হিন্দু যুবক নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার কাছে নোটারি পাবলিকের ফটোকপি দিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available