ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, স্থানীয় সরকারের সাধারণ নির্বাচন দেশ ও মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
১৫ মে বুধবার সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলানায়তনে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কর্মশালা শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রেস ব্রিফিংয়ে আহসান হাবিব খান বলেন, সারা দেশের মানুষ ও রাজনৈতিক দলসমূহের চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন । নির্বাচনকে গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য।
কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন চায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করুক। ভোটকেন্দ্রে কোনো বিচ্ছিন্ন ঘটনা যেন না ঘটে, এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা জোরদার করা হয়েছে। ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করারও আহবান করেন তিনি ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available