• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩১ রাত ০২:৪৫:৩৭ (11-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩১ রাত ০২:৪৫:৩৭ (11-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরাইলগামী আরও এক জাহাজ আটক করল ইয়েমেন

১৫ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:০৯:৪৭

ইসরাইলগামী আরও এক জাহাজ আটক করল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলগামী আরও একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বাবেল মান্দেব প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহর প্রভাবাধীন এই বাহিনীর একটি সূত্র ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, মালবাহী জাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইয়েমেনের দিকে যাওয়ার নির্দেশ দিলে প্রথমে এটি নির্দেশ অমান্য করে। এ সময় ইয়েমেনের সেনাবাহিনী এটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি জাহাজে আঘাত হানে। এরপর এটিকে আটক করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জাহাজটি ইয়েমেনের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।  

এর আগে ইসরাইলি দৈনিক হারেৎজ বৃহস্পতিবার দাবি করেছিল, লোহিত সাগরে একটি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এরই মধ্যে লোহিত সাগরে ইসরাইল অভিমুখী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। এর আগেও ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সূত্র: পার্সটুডে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যে কারণে হত্যা করা হয় শিশু মুনতাহাকে
১০ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১০:১৭