• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৮:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৮:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কোরবানির গরু আনতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থী দোহার

১৭ জুন ২০২৪ দুপুর ০১:০০:২৪

কোরবানির গরু আনতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থী দোহার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে কোরবানির গরু আনতে গিয়ে ভটভটি উল্টে আবিদ দোহা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দোহা উপজেলার তেতুলিয়া গ্রামের শিক্ষক সাইদুজ্জামান তোতার ছেলে ও নওগাঁ কেডি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

১৭ জুন সোমবার সকালে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দোহার পরিবার উপজেলার শালগ্রামের একটি খামার থেকে কোরবানির গরু ক্রয় করে সেখানেই রাখছিলেন।  সোমবার সকালে কোরবানির জন্য দোহা ভটভটি নিয়ে গরু আনতে যায়। ফেরার পথে বাবলাতলা এলাকায় পৌঁছালে ভটভটি উল্টে গুরুতর আহত হয় দোহা।

দ্রুত উদ্ধার করে শিক্ষার্থী দোহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে বাকি কাজ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২