• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ সকাল ০৬:৫৪:১৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ সকাল ০৬:৫৪:১৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি মিলতে পারে টানা ৯ দিন

২০ মার্চ ২০২৫ সকাল ০৮:১৪:৪৭

ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি মিলতে পারে টানা ৯ দিন

নিজস্ব প্রতিবেদক: এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি পেতে পারেন। ইতোমধ্যে টানা পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে একদিন ছুটি ঘোষণা করা হতে পারে। আজ ২০ মার্চ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে একদিন ছুটি ঘোষণার প্রস্তাব উঠতে পারে। ১৯ মার্চ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এমন তথ্য জানিয়েছেন।

আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবারের ছুটি নির্বাহী আদেশে কার্যকর হলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করা হয়েছিল। এই হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। এর পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

এই ছুটি শুরুর দুই দিন আগে আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকবে। ফলে ছুটির সুযোগ আরও বেশি থাকছে।

এদিকে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটির একজন সদস্য জানিয়েছেন, এবারের ঈদে সংবাদমাধ্যমগুলোতে তিন দিন ছুটি থাকবে। তবে রোজা যদি ৩০টি হয়, তাহলে একদিন বাড়িয়ে চারদিন ছুটি করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের
২৭ মার্চ ২০২৫ রাত ০৮:২৭:১৯