মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে আনন্দ-উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর।
১০ এপ্রিল বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় রাজধানী মালেসহ দেশটির বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে ঈদুল ফিতরের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। আর এদিন ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে দেশটির মসজিদগুলোতে জড়ো হন স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিসহ ঘুরতে আসা বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিম পর্যটকরা।
বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় ও জাতীয় উৎসব ঈদুল ফিতর। আর এই দিনটি মুসলিমদের কাছে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের সিয়াম সাধনার শেষে শাওয়ালের একফালি উদিত চাঁদ নিয়ে আসে এই পরম আনন্দ ও খুশির বার্তা।
আর এমনই খুশির দিনে প্রচণ্ড গরম উপেক্ষা করে মালদ্বীপের সব ঈদের জামাতে ছিল উপচেপড়া ভিড়। দেশটির জাতীয় মসজিদুল আল-সুলতান, মসজিদুল আল-সালমান এবং রাজধানী মালে ঈদের সবচেয়ে বড় জামাত মাফানু স্টেডিয়ামে সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশটির নূরু মিসকি, ইব্রাহিম মিসকি, হুকুরু মিসকি (মসজিদে) স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা-পাঞ্জাবিতে দলবদ্ধভাবে ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
মাহে রমজান আসতে না আসতেই খুব দ্রুত চলে যায়। খুশির র্বাতা নিয়ে উদিত হয় ঈদের চাঁদ। আর তখনই প্রবাসীদের চোখের পাতা ভিজে ওঠে এই ঈদকে ঘিরে। মা-বাবার পা ধরে কদমবুচি ও সন্তানদের আদর করতে না পারা, এমন অসংখ্য ঈদ-আনন্দ অনুভূতি থেকে বঞ্চিত হন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।
ঈদ উপলক্ষে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ও মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ।
ঈদের এই দিনে প্রবাসে পারস্পরিক সম্পর্ক মজবুত ও ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ঈদের জামাতে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available