শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে জশনে জুলুসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে এ উপলক্ষ্যে রামনগর, শংকরবাটি, গোবিন্দপুর এলাকার শত শত মুসল্লি শ্যামনগর পৌরসভার হায়বাতপুর জামে মসজিদ থেকে বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এসে শেষ হয়। সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. সামসুরদ্দীন, নকিপুর জমিদার বাড়ির মসজিদের ইমাম মাওলানা মো. হাসানুজ্জামান, মাওলানা বিলাল হুসাইন, গোবিন্দপুর পাকপাঞ্জতন জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল সাহাদাত। এছাড়া, আরও উপস্থিত ছিলেন, আলহাজ মুজিবুর রহমান, আলহাজ শমশের আলী ঢালি, শেখ আব্দুর রাসেদ, শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available