• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ ভোর ০৫:২১:২৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ ভোর ০৫:২১:২৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

মানুষ মানুষের জন্য

পথশিশু ফাউন্ডেশনের উদ্যোগের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

২৬ মার্চ ২০২৫ বিকাল ০৪:০৬:২২

পথশিশু ফাউন্ডেশনের উদ্যোগের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। সেই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়ে পথ শিশু ফাউন্ডেশন আয়োজন করলো পথ শিশুদের জন্য ঈদ উৎসব-২০২৫।

২৬ মার্চ বুধবার সকালে রাজধানীর উত্তরায় ভুতের আড্ডা রেস্টুরেন্টে এই উৎসবের আয়োজন করা হয়।

এই আয়োজনে অংশ নেয় একশ’রও বেশি পথশিশু। এদিন শুধু শিশু নয়, শিশুদের সাথে উপস্থিত ছিলেন তাদের পিতা-মাতাও, পথশিশু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। তারা তাদের সময়, ভালবাসা ও আন্তরিকতা দিয়ে পথশিশুদের নিয়ে ঈদ আনন্দময় করে তোলে।

পথশিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, এই আয়োজন শুধু নির্দিষ্ট এক দিনের জন্য নয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয়ার একটি বার্তা। এটি একটি উদ্যোগ, যেখানে ভালবাসার বন্ধন গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ মোঃ মিজানুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আফাজ উদ্দিন আফাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মো: বেলায়েত হোসেন বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রাহাত খান বিপিএম,  উত্তরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অধ্যাপক শেখ মাহমুদ আলম, ভিন্নমাত্রা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, উত্তরা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক ইয়াসিন মিয়া,বৈশাখী টিভির সাংবাদিক ফারজানা আফরোজ, দক্ষিণখান থানা বিএনপি নেতা সবুজ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ্ ইকবাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পথ শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন। এসময় তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোন পথ শিশু ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকুক আমরা চাই না। আজ আমাদের ফাউন্ডেশন উদ্যোগে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার দিয়েছি। আগামীদিনে ৫০০ থেকে ১০০০ পথশিশুকে নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবো। 
ফরিদ আহমেদ নয়নের এই মহতি উদ্যোগের জন্য প্রশংসা করেছেন অতিথিগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫