মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচলানা করেছে যৌথবাহিনী।
২২ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও সেনাবাহিনী এসব অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে মানিকগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নকর্মীরাও সহযোগিতার করেন।
অভিযানে বাসস্ট্যান্ড এলাকায় অদম্য-৭১ থেকে ফুটওভার ব্রিজ, পিটিআই গেইট এর সামনে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পথচারীদের চলাচলের সুবিধার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালানা করা হয়। অভিযানের সময় রেখে যাওয়া দোকানের অবকাঠামো জব্দ করে একটি ট্রাকে করে সরিয়ে নেয়া হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে প্রতিনিয়ত যানবাহনের জটলার সৃষ্টি হচ্ছিল। এরা ফুটপাত দখল করে জনসাধারণের চালাচলে বাধা সৃষ্টি করছে। আমরা সপ্তাহে দুই দিন এসব অস্থায়ীভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে আসছি। কিন্তু আমরা দোকানপাট উচ্ছেদ করে দেওয়ার একদিন পরেই তারা আবার ফুটপাত দলখ করে পুনরায় দোকান তুলে ব্যবসা করছে।
তিনি বলেন,‘অস্থায়ী এসব দোকানদারের ব্যবসা করার জন্য একটি জয়গাও দরকার। কিন্তু রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করলে মানুষজনের চলাচলে কষ্ট হচ্ছে। আমরা কোনভাবেই রাস্তার পাশে ফুটপাতে অবৈধভাবে কাউকে ব্যবসা করতে দেবো না। আর এ অভিযান চলামন থাকবে বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available