• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৩০:৪৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৩০:৪৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে ফুটপাতের দোকান উচ্ছেদের কয়েক ঘণ্টা পরেই দখল হয়ে যাচ্ছে

৮ মার্চ ২০২৫ সকাল ১১:১৩:৩০

কালিয়াকৈরে ফুটপাতের দোকান উচ্ছেদের কয়েক ঘণ্টা পরেই দখল হয়ে যাচ্ছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের নাওজোড় হাইওয়ে পুলিশ মাঝেমধ্যেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল করে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে। তবে উচ্ছেদের কিছুক্ষণ পরই আবার সেই স্থানে ব্যবসা চালু হয়ে যায়। ক্ষুদ্র ব্যবসায়ীদের এই অনিয়ন্ত্রিত অবস্থার কারণে পথচারীরা চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন।

৭ মার্চ শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় শত শত ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান বসান। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই ব্যবসায়ীরা পুনরায় নিজ নিজ স্থানে দোকান বসিয়ে ব্যবসা শুরু করেন।

ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর সাথে মহাসড়কে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে যানজট আরও তীব্র হচ্ছে। পথচারী রহিম জানান, সামনে ঈদ থাকায় যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে হলে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ জরুরি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই অবস্থার উন্নতি না হলে ঈদের সময় মহাসড়কে তীব্র যানজট দেখা দেবে।

অন্যদিকে, পল্লীবিদ্যুৎ এলাকাতেও সড়কের ওপর দোকান বসানোর একই চিত্র দেখা গেছে। পুলিশ অভিযান চালিয়ে ওইসব দোকানদারদের সরিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরই ব্যবসায়ীরা আবার দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পথচারী করিম জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। তা না হলে এই বিশৃঙ্খলা চলতেই থাকবে।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন বলেন, মহাসড়কের পাশের ফুটপাত দখল করে দোকান বসালে পথচারীদের চলাচলে সমস্যা হয়, যানজট সৃষ্টি হয়। তাই ফুটপাত উচ্ছেদে অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭