নিজস্ব প্রতিবেদক: পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন উত্তরা প্রেসক্লাবের নতুন কমিটির নেতারা।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উত্তরা প্রেস ক্লাব ভবনে নবনির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটি পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী কমিটির সভাপতি বদরুল আলম মজুমদারের সভাপতিত্বে নব- নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।
এ সময় বক্তব্য দেন সাবেক সভাপতি বদরুল আলম মজুমদার,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাবেক অর্থ সম্পাদক ফরিদ আহমেদ নয়ন, ২০২৫ সেশনে নির্বাচন কমিশনার ও উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম কবির, এবি.এম মনিরুজ্জামান এবং সিনিয়র সদস্য মো. শহিদুল্লাহসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভির সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ। বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ24 স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে বদরুল আলম মজুমদার, সহ-সভাপতি এস.এম.সাইফুর নূর শুভ, যুগ্ম সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী, অর্থ সম্পাদক ইসমাইল শামীম, সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার পুষন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান হাসনাইন, ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (একা) , আপ্যায়ন সম্পাদক রবিউল আলম রাজু, কার্যনির্বাহী সদস্য পদে কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available