জয়পুরহাট প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।
এরপর সকাল ৯টায় জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও কুরআন পাঠ শেষে বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহিদ ডা. আবুল কাশেম ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন।
এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দলটির হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available