• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহীতে লুট হওয়া পুলিশের ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার

৩১ অক্টোবর ২০২৪ সকাল ০৮:১৭:৫৭

রাজশাহীতে লুট হওয়া পুলিশের ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার

রাজশাহী ব্যুরো: ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহী থানা থেকে লুট হওয়া ৬০টি রাবার বুলেট উদ্ধার করা হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় বুলেটগুলো।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সায়েরাগাছা এলাকার একটি আম বাগান থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়। এর আগে কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় তারা আম বাগানের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগের ভেতর থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ৬০টি রাবার বুলেট ৫ আগস্টের ঘটনার পর কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হয়েছিল। এছাড়া এখন পর্যন্ত লুট হওয়া ১৮টির মতো অস্ত্র তাঁরা উদ্ধার করতে পারেননি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, ৫ আগস্ট আরএমপি সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি এবং সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আরএমপি নগরবাসীকে অনুরোধ জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২