• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:০৮:০৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:০৮:০৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে উদ্ধার হওয়া পথভোলা তরুণীকে পরিবারে হস্তান্তর

৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫২:২৮

ফকিরহাটে উদ্ধার হওয়া পথভোলা তরুণীকে পরিবারে হস্তান্তর

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে উদ্ধার হওয়া পথভোলা তরুণীকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। ৭ ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া তরুণী ফারজানা আক্তার (২০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের বাবুল মৃধার মেয়ে।

পুলিশ জানান, ৬ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পিলজংগ এলাকায় ওই তরুণী একাকী ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের তথ্য মতে পুলিশ পিলজংগ এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই তরুণীর বাড়ির ঠিকানা বের করে পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তরুণীর পরিবারের লোকজন থানায় এসে তাকে নিয়ে যান।

তরুণীর মা তহুরা বেগম জানান, তার মেয়ে ফারজানা আক্তার ৪ বছর আগে বাড়ির পাশে রাব্বি মোল্লা নামে এক ছেলের সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের আড়াই বছরের একটি শিশু সন্তান আছে। শিশুটি জন্মের পর থেকে ফারজানা আক্তারের মাথায় সমস্যা দেখা দেয়। এরপর সে পিত্রালয়ে বসবাস করতে থাকে। সে থেকে কাউকে কিছু না জানিয়ে বিভিন্ন দিকে চলে যায়।

ওই তরুণী সম্পর্কে কাকা মো. হায়দার আলী জানান, ফারজানা আক্তার তিন দিন ধরে নিখোঁজ ছিল। ৪ ডিসেম্বর সে বাড়ি থেকে বের হন। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর জানতে পারে ফকিরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।

হস্তান্তরের সময় থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শেখ রাসেদুল ইসলাম, এসআই কামরুন্নাহার রোজি, তরুণীর মা তহুরা বেগম ও কাকা মো. হায়দার আলী উপস্থিত ছিলেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগির কবীর বলেন, উপজেলার পিলজংগ এলাকা থেকে তরুণীকে উদ্ধার করা হয়। তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫