• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৪:১৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৪:১৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লা থেকে উদ্ধার হওয়া কচ্ছপ গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত

১৬ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:০০:৪৫

কুমিল্লা থেকে উদ্ধার হওয়া কচ্ছপ গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত

গাজীপুর প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ছেড়ে দেয়া হয়েছে।

১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ভাওয়াল জাতীয় উদ্যানের লেকে ৪৫টি কচ্ছপ অবমুক্ত করা হয়।

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার এ কচ্ছপগুলো অবমুক্ত করেন।

তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে বিলুপ্তপ্রায় বেশ কিছু কচ্ছপ পাচার হচ্ছে বলে গোপন সূত্রে জানা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে জানানো হলে চট্টগ্রাম থেকে মোংলাগামী ওই যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। পরে বাসের পেছনের বক্স থেকে তিনটি ককশিটের কার্টুনে ভর্তি বিভিন্ন প্রজাতির ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কচ্ছপগুলোর মধ্যে সুন্দি কচ্ছপ ১৯টি, হলদে কচ্ছপ ১১টি, কড়ি কচ্ছপ ৫টি ও পিকক কচ্ছপ ১০টিসহ মোট ৪৫টি কচ্ছপ ছিল।

এ ঘটনায় আটককৃত কিশোরের বয়স ১৭ বছর হওয়ায় তাকে সাজা দেওয়া হয়নি। তবে তাকে তার পরিবারের কাছে সতর্ক করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ওই কিশোরকে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী জীববৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, ন্যাশনাল পার্ক রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকসহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ