কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ট্রাফিকিং ব্যবস্থার সুষ্ঠ ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।
২৯ জুন শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন কুমিল্লা সিটি মেয়র ডাক্তার তাহসীন বাহার সূচনা।
এসময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পলিশ সুপার মংনেথোয়াই মারমা, মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আব্দুল মান্নানের পরিকল্পনা ও বাস্তবায়নে নগরীর আলোখারচর, শাসনগাছা, কান্দিরপাড়, ঈদগাহ মোড়, চকবাজার, টমছমব্রীজ, পদুয়ারবাজার এলাকায় ৭টি ট্রাফিক পুলিশ স্থাপন করা হয়।
ট্রাফিকিং ব্যবস্থার সুষ্ঠ ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করণ, ট্রাফিক সদস্যদের কল্যাণ নিশ্চিতপূর্বক ট্রাফিক সেবার মান বৃদ্ধিকরন ও ট্রাফিক পুলিশ ও সেবাগ্রহীতার মধ্যকার পারস্পরিক মেলবন্ধন বৃদ্ধিকরনের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available