• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৬:০০ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৬:০০ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

২২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২৬:৩২

উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘উলিপুরের বইমেলা হোক রংপুর অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতির মিলনমেলা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিনব্যাপী ২৯তম উলিপুর বইমেলার উদ্বোধন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চত্বরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

ফ্রেন্ডস্ ফেয়ার উলিপুরের আয়োজনে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামের উলিপুর শহিদ মিনার চত্বরে মেলার প্রবেশ গেটে ফিতা কেটে উদ্বোধন করেন, বইমেলার উদ্বোধনী দিনের প্রধান অতিথি বিশিষ্ট কবি ও কলামিষ্ট, দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।

ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান করিম লালনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস্ ফেয়ার উলিপুরের প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলি সেনা, এমএস আমীন রেসিডেন্সিয়াল স্কুলরের পরিচালক শামীম আকতার আমীন, উলিপুর উপজেলা স্কাউটের কমিশনার রফিকুল ইসলাম আনছারী, প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন প্রমুখ।

সপ্তাহব্যাপী বইমেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এবার মেলায় ১০টি স্টলে দেশবরেণ্য লেখকদের বই সংগ্রহ করছে স্থানীয় শিক্ষার্থী ও অবিভাবকরা। ৭ দিনব্যাপী মেলা মঞ্চে প্রতিদিন নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন মেলা উদযাপন কমিটির সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭