বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিখ্যাত ও জনপ্রিয় মসলার নাম চুইঝাল। অনলাইনে এই চুইঝাল বিক্রি করে সফল হয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের মো. মামুন ।
করোনাকালে কাজ হারিয়ে হতাশ না হয়ে অল্প কিছু টাকা পুঁজি নিয়ে ব্যাবসা শুরু করেন তিনি । স্থানীয় বাজার থেকে চুইঝাল কিনে অনলাইনে বিক্রয় করে প্রথম থেকেই ব্যাপক সাড়া পেয়েছিলেন।
চাহিদার কথা মাথায় রেখে পরবর্তীতে বাড়ির আঙিনায় নিজেই চারা উৎপাদন শুরু করেন। বর্তমানে অনলাইনে চুইঝালের তৈরি আচার, চুইঝালের গুড়া ও চারা বিক্রি করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করছেন। সঠিক দিক নির্দেশনা ও সরকারি সহায়তা পেলে চুইঝাল চাষের মাধ্যমে জেলায় নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব বলে মনে করেন এ উদ্যোক্তা।
নিজের সফলতার কথা বলতে গিয়ে মামুন বলেন, ২০২০ সালে মহামারি করোনা ভাইরাসের সময় কাজ হারিয়ে আতঙ্কে হতাশায় বাড়িতে কর্মহীন সময় কাটছিল। এসময় স্থানীয় বাজার থেকে অল্প কিছু চুইঝাল কিনে এনে অনলাইনে পরীক্ষামূলক বিজ্ঞাপন দিই । প্রথম থেকেই ব্যাপক সাড়া পেতে থাকি। অল্প সময়ের ভিতরে ডেলিভারি দিতে পারায় ক্রেতারা আমার প্রতি আস্থা অর্জন করেছে। অনলাইনে কাচা চুই ঝালের পাশাপাশি আচার এবং গুড়া মসলার ও বেশ চাহিদা রয়েছে। মামুনের প্রথম দিকে চুইঝাল বাজার থেকে কিনে এনে বিক্রি করলেও এখন নিজেই বাড়ির আঙিনায় দেশি পদ্ধতিতে চাষ শুরু করেছেন। এখন বাড়ির আঙ্গিনাসহ বিভিন্ন জায়গাতে ১০০ থেকে ১২০টি চুইঝালের গাছ রয়েছে। এখন তার কাছ থেকে অনেকেই চুই ঝালের চারা সংগ্রহ করছে।
কাঠালতলা গ্রামের জনি বলেন, অনলাইনে মামুনের চুইঝাল ব্যবসায় সফলতা আমাদের এলাকার অন্য যুবকদের অনুপ্রাণিত করছে। এমনকি আমি নিজে মামুনের কাছ থেকে চুইঝাল গাছ নিয়ে ব্যবসা শুরু করেছি। আমি নিজে একটি চুইঝাল গাছ প্রায় ৫ হাজার টাকায় বিক্রিও করেছি। মাত্র ৪ বছরে মামুনের সফলতা দেখে আমিসহ এলাকার অনেকেই চুইঝালের চারা সংগ্রহ করছে। এছাড়া অনলাইনের পাশাপাশি সরাসরিও অনেকে মামুনের কাছ থেকে চুইঝালের আচার, গুড়া এবং চুইয়ের কাঁচা ডাল সংগ্রহ করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলা প্রশিক্ষণ অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বাগেরহাট জেলায় চুইঝালের বেশ চাহিদা রয়েছে। জেলার বিভিন্ন এলাকাতে লতা জাতীয় চুইঝাল চাষ হয়ে থাকে। মসলা হিসেবে স্বাস্থ্যের জন্যও এটা উপকারী। যদি কোনো চাষি চুইঝাল চাষ করতে আমাদের সহযোগিতা চায় তাহলে এ বিষয়ে তাদের সকল ধরনের পরামর্শ, প্রশিক্ষণ এবং বিভিন্ন উপকরণ প্রদান করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available