রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতার উন্মোচন হয়েছে। এই স্বাধীনতা স্থায়িত্ব করতে সকলকে কাজ করতে হবে। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল বিভাগে রাজনৈতিক প্রভাব ও বৈষম্য প্রতিহত করতে হবে।
যোগ্যতা, শিঙ্খৃলা ও বুদ্ধিমত্তা দিয়ে নিজের স্থান তৈরি করতে হবে। তাছাড়া বকার সমস্যার দূরীভূত করা কোন দিনও সম্ভব না। চাকুরির ক্ষেত্রে কোনো ডিও লেটার, সুপারিশ, অর্থ লেনদেন চলবে না বলে জানান নবাগত জেলা এই জেলা প্রশাসক।
১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রাজশাহী চারঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ইউএনও সানজিদা সুলতানার সভাপতিত্বে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, চেয়ারম্যান ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, রাজশাহী জেলাটি পদ্মা নদীর তীরে অবস্থিত। এই নদীকে কেন্দ্র করে অনেক জেলে তাদের জীবন জীবিকা পরিচালনা করছেন। বিশেষ করে জেলার পবা, চারঘাট ও বাঘা উপজেলা নদী তীরবর্তী। অথচ কিছু অসাধু বালু ব্যবসায়ীরা অনিয়ম করে বালু উত্তোলন করছে। অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে নদীর পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যার ফলে নদীর নাব্যতা নষ্ট হচ্ছে এবং মাছ উৎপাদনে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, সরকার ও তার অধীন কর্মকর্তারা প্রত্যেক জেলা ও উপজেলার উন্নয়নে কাজ করবে। তবে সকলের সহযোগিতা নিয়ে সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা করা হবে। সর্বোপরি ইউএনও মতবিনিময় সভায় উত্থাপিত সমস্যার তদন্ত করে রির্পোট জমা দিবেন।
পরিশেষে ইউএনও সানজিদা সুলতানা নবাগত জেলা প্রশাসক আফিয়া আক্তারকে স্মারক দিয়ে সম্মাননা দেন। ওই সময় সকল দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available