রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থাগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ ৯ জুন রোববার।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পযর্ন্ত।
রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ,তিনটি পদে মোট ১৭ জন অংশ নিয়েছেন।
অপরদিকে কাঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। তিনটি পদে মোট ১৫ জন অংশ নিয়েছেন।
রাজাপুর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ২০ হাজার ১৬২ জন এবং কাঠালিয়া উপজেলায় ৯৫ হাজার ৭৩০ জন। রাজাপুরে ৫০টি ভোট কেন্দ্র এবং কাঠালিয়ায় ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available