বাগেরহাট প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালের কারণে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে বাগেরহাট জেলার স্থগিত হওয়া মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
৯ জুন রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোট কেন্দ্রে হাজির হয়।
খুব ভোরে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়েছেন কর্মকর্তারা । ৩ উপজেলায় মোট ৮ জন চেয়ারম্যান, ১৩ জন ভাইস চেয়ারম্যান ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী রয়েছেন।
মোংলা উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৪ ‘ ৬৫ জন, মোরেলগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪১০ জন এবং শরণখোলা উপজেলায় ১ লক্ষ ৭৫৪ জন ভোটার রয়ছেন।
মেংলা উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৪৮ টি ও ভোট কক্ষ ২৬০টি। প্রিজাইডিং অফিসার ৪৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬০ জন ও পুলিং অফিসার রয়েছেন মোট ৫২০ জন।
মোড়েলগঞ্জ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১১টি ও ভোট কক্ষ ৬৪৯ টি। প্রিজাইডিং অফিসার ১১১ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ৬৪৯ জন ও পুলিং অফিসার মোট ১২৯৮ জন রয়েছেন।
সরণখোলা উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩৪টি ও ভোট কক্ষ ২৫৩ টি। প্রিজাইডিং অফিসার ৩৪ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ২৫৩ জন ও পুলিং অফিসার মোট ৫০৬ জন রয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ, ১৩ জন আনসার সদস্য ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন ।
এছাড়াও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available