• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৩:১১ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৩:১১ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

২৪ জুন ২০২৪ রাত ০৯:১১:০৪

আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি: দায়িত্বভার গ্রহণ করেছেন বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতরা। ২৪ জুন সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে নতুন পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুঁথি দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব নাজমুল আহসান নান্নু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব শাহজাহান কবির, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক, মো. রফিকুল ইসলাম রিপন, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফলু ইসলাম প্যাদা, বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

অনুষ্ঠানের সভাপতি আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, গত ৫ জুন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুঁথি নির্বাচিত হয়েছিলেন। আজ তারা স্ব-স্ব পদে দায়িত্বভার গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০