• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৩:২০ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৩:২০ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাসপাতালে মরদেহ রেখে পালিয়েছে স্বামী-শাশুড়ি-ননদ, স্বজনদের দাবি হত্যা

১৬ মে ২০২৪ সকাল ১১:০৮:২৬

হাসপাতালে মরদেহ রেখে পালিয়েছে স্বামী-শাশুড়ি-ননদ, স্বজনদের দাবি হত্যা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: হত্যার পরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় রেখেছে পুলিশ। 

১৫ মে বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বিনা খাতুন (২২)। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মাঠপাড়া এলাকার আমিন হোসেনের স্ত্রী ও যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের বিল্লাল শেখের মেয়ে।

স্বজনদের ভাষ্য, যৌতুকের টাকা না পেয়ে শাশুড়ি শিল্পী খাতুন (৪৫) ও ননদ মুক্তা খাতুন (২৫) মিলে বিনাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়েছে শাশুড়ি-ননদ।

তাদের দাম্পত্য জীবনে কোল জুড়ে একটি ছেলে সন্তান (৭ মাস) জন্ম নেয়। এরপর ২৫ হাজার টাকা যৌতুকসহ সন্তানটিকে নিয়ে শুক্রবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় বিনা খাতুন। আর আজ দুপুরে শাশুড়ি শিল্পী ও ননদ মুক্তা খাতুন বিনার মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়।

বিকেলে থানায় গিয়ে দেখা যায়, থানার বারান্দায় একটি কাঠের বেঞ্চে প্যাকেটে মোড়ানো রয়েছে মরদেহটি। থানার বাইরে স্বজনরা আহজারি করছে।

এ সময় বাবা বিল্লাল শেখ বলেন, বিয়ের পর থেকে শাশুড়ি শিল্পী বিভিন্ন সময়ে টাকা ও মোটরসাইকেলের জন্য নির্যাতন করত। আমি গরিব বলে টাকা দিতে পারিনি। মেয়ে আমার নির্যাতন সইতে না পেরে প্রায় এক বছর আমার বাড়িতেই ছিল।

শুক্রবার ২৫ হাজার টাকাসহ শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলাম। তবুও আজ শাশুড়ি আর ননদ মিলে হত্যা করে হাসপাতালে মরদেহ রেখে পালিয়েছে। আমি সুষ্ঠু বিচারের জন্য থানায় মামলা করব।

বিকেলে সরেজমিন বিনার শ্বশুর বাড়িতে গিয়ে দেখা যায়, টিনশেডে পাকা বাড়িতে সুনসান নিরবতা। দরজায় তালা ঝুলছে। দরজায় পাশে ইটের দেওয়াল একটুখানি ভাঙা। ঘরের ভিতরে কয়েক টুকরো ওড়নার কাটা অংশ পড়ে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, সকাল ১১টার দিকে গৃহবধূ বিনাকে বাড়ির বাইরে বসে কাঁদতে দেখেন তিনি। বিনার কাছে কাঁদার বিষয় জিজ্ঞেস করেন। তখন বিনা তাকে বলেন, শ্বাশুড়ি-ননদ তাকে মারধর করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বয়োজ্যেষ্ঠ আরেক নারী জানান, দুপুরে ভ্যানে করে বিনাকে হাসপাতালের দিকে নিয়ে গিয়েছিল শাশুড়ি আর ননদ। কিন্তু তারা আর ফিরে আসেনি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম  জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালবাসার ঘ্রাণ’
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪০:৪৯





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭