নেত্রকোনা প্রতিনিধি: সদ্য শূন্য হওয়া নেত্রকোণা-৪ আসনের (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি) উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ সেপ্টেম্বর ব্যালট পেপারের মাধ্যমে এই সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ কথা জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই।
প্রতীক বরাদ্দ করা হবে ১ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর।
এর আগে, ১৫ জুলাই শনিবার সংসদ সচিবালয়ের এক গেজেটে নেত্রকোণা-৪ আসনকে শূন্য ঘোষণা করা হয়।
এতে বলা হয়, জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনটি ওইদিন থেকে শূন্য হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available