• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৩:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৩:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবির উপাচার্যের বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন ও বৃক্ষরোপণ

৩ অক্টোবর ২০২৪ দুপুর ০২:২৮:০৩

বাকৃবির উপাচার্যের বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন ও বৃক্ষরোপণ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন এবং ‘বাওবাব’ গাছের চারা রোপণ করেছেন।

৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বাকৃবিতে অবস্থিত দেশের সবচেয়ে বেশি গাছের সংগ্রহশালা বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন শেষে তিনি বৃক্ষরোপণ করেন।

এসময়  উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবি বোটানিক্যাল গার্ডেনের বোর্ড অব ম্যানেজমেন্টের সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম. আজাদ-উদ-দৌলা প্রধান, সাবেক কিউরেটর অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, প্রফেসর ড. শাহানারা বেগম, কিউরেটর অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন, অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, অধ্যাপক ড. মো. মুনির হোসেন, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া অতিথিবৃন্দসহ বোটানিক্যাল গার্ডেনের পট হাউস এবং ক্যাকটাস হাউস ঘুরে দেখেন। তিনি ক্যাকটাস হাউসে বিভিন্ন প্রজাতির বাহারি ক্যাকটাস দেখে মুগ্ধ হন। 

কিউরেটর অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন বোটানিক্যাল গার্ডেনের বৈচিত্র্যময় বৃক্ষ সম্পর্কে নবনিযুক্ত উপাচার্যকে অবহিত করেন এবং বোটানিক্যাল গার্ডেনের আরও সমৃদ্ধিতে তার সহযোগিতা কামনা করেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩