• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কারে নিজের পরিকল্পনা জানালেন নতুন উপাচার্য

৬ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৫৮:০৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কারে নিজের পরিকল্পনা জানালেন নতুন উপাচার্য

জবি প্রতিনিধি: ২৪-এর গণঅভ্যূত্থানে আহত ও আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় দিকনির্দেশামূলক বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: রেজাউল করিম।

বক্তব্যে তিনি নতুন ক্যাম্পাসকে দ্বিতীয় ক্যাম্পাস বলার আহ্বান জানান। তিনি জানান, এক বছরের মধ্যে নতুন ক্যাম্পাস করা কঠিন হলেও আমরা সেটা করার চেষ্টা করবো।

ড. মো: রেজাউল করিম বলেন, আন্দোলনে আহতদের তালিকা প্রতিটি বিভাগে চাওয়া হয়েছে। ইতোমধ্যে ৩টি বিভাগ জমা দিয়েছে। আহতদের তালিকা করে তাদের পুনর্বাসন করা হবে।

তিনি বলেন, স্বৈরাচারদের প্রত্যক্ষভাবে সহায়তা করা শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে স্বৈরাচারদের দোষর, কিন্তু প্রত্যক্ষভাবে সহায়তা না করা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার অনুরোধ করেন তিনি।

ছাত্ররাজনীতির ব্যাপারে ভিসি বলেন, আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই, কিন্তু সংস্কার প্রয়োজন।

তিনি আরও জানান, পূজার পর চালু হবে জবি টু গুলিস্তান এবং জবি টু ধুপখোলা বাসের শাটল শিফট। সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পর্যন্ত মোট দুইবার যাওয়া-আসা করবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, অন্যান্য দফতর প্রধানসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩