কুমিল্লা প্রতিনিধি: এবছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। যা গত বছর ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ শিক্ষার্থী। যা গত বছর ছিল ৫ হাজার ৬৫৫ জন।
১৫ অক্টোবর বুধবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার ১ লাখ ১২ হাজার ৩১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৪৪ হাজার ৬৫ জন ছাত্র এবং ৬৪ হাজার ২৪৭ জন ছাত্রী।
পাশের হারে গত বছরের চেয়ে এবার কিছুটা খারাপ হয়েছে। তবে এবছর ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ আর ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৭৪ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, এবার ফলাফলে ইংরেজিতে পাশের হার কম। আমাদের শিক্ষকদের দক্ষতার কিছু ঘাটতি রয়েছে। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। এবার ফলাফলের অনেকগুলো প্রতিকূলতা পার করতে হয়েছে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এবার ছাত্রদের আন্দোলনের কারণে সম্পূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে নি। এই কারণে কিছুটা প্রভাব পড়েছে। মেয়ে শিক্ষার্থীদের সফলতার হার বেশী৷ এর জন্য আমাদের সবাইকে সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। জেলায় এবার ১০টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। এছাড়া বিশৃঙ্খলার কারণে ৫৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বোর্ডের আওতাধীন ৪টি কলেজে একজনও পাশ করেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available