চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ সদরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদরের সফিউর রহমান আইডিয়াল কলেজ ও চকঝগড়ু হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় তাদের কেউই পাস করেননি।
জানা যায়, সফিউর রহমান আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দুটি বিভাগ থেকে অংশ নিয়েছিলেন ১২ জন শিক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেয় একজন এবং মানবিক বিভাগ পরীক্ষা দেয় ১১ জন। তাদের কেউই পরীক্ষায় পাস করতে পারেননি। চকঝগড়ু হাইস্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও ফেল করেছে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ নামে আরেকটি প্রতিষ্ঠানের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তিন শিক্ষার্থী। এদের মধ্যে দুই জনই ফেল করেছে। প্রতিষ্ঠানটিতে আছে ১৭ জন শিক্ষক। ২০০৫ সালে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি স্থাপিত হয়।
নাচোল উপজেলার ঝলঝলিয়া ইসলামি সমাজ কল্যাণ আলিম মাদারসা সাধারণ বিভাগ থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ জন পাস করেছে। বাকিরা ফেল করেছে।
শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর আলিম মাদরাসা থেকে ১২ জন পরীক্ষা দেয়। সাধারণ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তিন জন পাস করলেও বাকিরা সবাই ফেল করেছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা রেজাল্ট খারাপ করেছে। খোঁজ নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা বুর্যোর মাধ্যমে তাদের পাঠদানের সুযোগ করে দেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available