• ঢাকা
  • |
  • বুধবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০১:২৫:১৪ (23-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০১:২৫:১৪ (23-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিনামূল্য এইচপিভি টিকা পাবেন কুমিল্লা নগরীর ২৭ হাজার কিশোরী

২২ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪০:২৪

বিনামূল্য এইচপিভি টিকা পাবেন কুমিল্লা নগরীর ২৭ হাজার কিশোরী

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর ২৭ হাজার কিশোরীকে বিনামূল্যে দেয়া হবে এইচপিভি টিকা। জেলায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর মঙ্গলবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্র মোহন সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম।

এসময় বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইঁয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শারমিন সুলতানা মিতু, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সাবিজা ইয়াসমিনসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সরকারের উদ্যোগে বিনামূল্যে ২৭ হাজার আটজনকে টিকা দেওয়া হবে। ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ২৬ হাজার ৮০৪ জন ছাত্রীদের ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর ১০ দিন এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ২০৪ জন কিশোরীকে ৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আটদিন বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। নগরীর মোট ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা এ টিকা পাবে। এ টিকা পেতে নিবন্ধন করতে হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ