• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১৭:১৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১৭:১৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মিরসরাইয়ে কাটা হবে দুইশ বছরের বটগাছ, রক্ষার দাবি এলাকাবাসীর

৩ মে ২০২৪ রাত ০৮:২৭:২০

মিরসরাইয়ে কাটা হবে দুইশ বছরের বটগাছ, রক্ষার দাবি এলাকাবাসীর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমান মিয়া বাড়ির সামনে দুইশ’ বছরের পুরোনো বটগাছ রক্ষার দাবি জানিয়েছে এলাকাবাসী।

মীরসরাই পৌরসভার কালা মিয়ার দোকান থেকে ছোট কমলদহ পর্যন্ত প্রায় ১৫ মিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হবে শীঘ্রই । এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এই সড়কের মধ্যে মীরসরাই পৌর এলাকার দুইশ’ বছরের একটি প্রাচীন বটগাছ পড়েছে। এলাকাবাসীর দাবি এই পুরোনো বৃক্ষটি রক্ষা করা ।

মীরসরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের ছিদ্দিকুর রহমান মিয়া বাড়ির সামনের মসজিদ ও কবরস্থানের পার্শ্বে রয়েছে ২০০ বছরের পুরোনো একটি বট গাছ।

স্থানীয় আবু নাঈম বলেন, এই প্রাচীন বটবৃক্ষ দাদা ও পরদাদাগণের সময়ের। আমাদের শৈশবের স্মৃতিসহ শত স্মৃতিগাঁথা রয়েছে এই বৃক্ষকে ঘিরে। ঐতিহ্যমণ্ডিত বৃক্ষটি রক্ষা করতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। বটগাছটি না কেটে সড়ক নির্মাণের কাজ করা সম্ভব বলে জানান তিনি।

চট্টগ্রাম সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য ডাক্তার মনজুর করিম বিপ্লব বলেন, ২০০ বছরের পুরোনো এই বটগাছের ছোট ছোট ফল পাখপাখালীদের খাবারসহ এই গাছতলায় ক্লান্ত পথিকের বিশ্রামের স্থান দেখে আসছি। আমাদের এই বৃক্ষটি রক্ষা করার দাবিতে আমিও সহমত প্রকাশ করছি ।

এলাকার সর্বসাধারণ বলেন, বটগাছটি না কেটে সড়ক উন্নয়নের কাজ করা সম্ভব। তাই গাছ না কেটে সড়ক উন্নয়নের কাজ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ