জেষ্ঠ্য প্রতিবেদক: ঢাকা মহানগরীর ৪৩ দশমিক ৫৩ শতাংশ বহুতল ভবনে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। এরইমধ্যে আবার ঢাকার দুই সিটির ৫৫টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ।
৪ জুলাই মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সভা কক্ষে ডেঙ্গু সংক্রমণের প্রি-মনসুন সার্ভের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জরিপের ফল উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, উন্নয়নমূলক কার্যক্রম, রাস্তা উঁচু হওয়া, এছাড়া ভবনের নিচতলায় কিংবা পার্কিংয়ে জমে থাকা পানির কারণে লার্ভা পাওয়া যাচ্ছে বেশি।
ডা. নাজমুল ইসলাম বলেন, এডিস মশা খুবই কম জায়গার মধ্যে লার্ভা ছড়াচ্ছে। যেমন পার্কিংয়ে কিংবা গেটের নিচে জমে থাকা পানিতে অনেক বেশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ দশমিক ৪ শতাংশ এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ দশমিক ৪৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা বলেন, আমরা ঢাকা উত্তর সিটির ৪০টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটির ৫৮টি ওয়ার্ডে মোট ৩ হাজার ১৪৯ টি বাড়িতে সার্ভে করেছি। এরমধ্যে ৫৪৯ টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available