• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১১:৩২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১১:৩২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

চাকরি হারালো কিস্তির জন্য গরু নিয়ে যাওয়া সেই এনজিও কর্মী

২২ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫২:১৬

চাকরি হারালো কিস্তির জন্য গরু নিয়ে যাওয়া সেই এনজিও কর্মী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের একটি গাভী নিয়ে যাওয়া গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (এনজিও) মাঠকর্মী হাসিনাকে চাকুরিচ্যুত করা হয়েছে। ২২ সেপ্টেম্বর রোববার সংস্থাটির এডি জাকির হোসেন মঈন তাকে চাকুরিচ্যুত করার নোটিশ দিয়েছেন। 

জানা যায়, দক্ষিণ আইচা থানা শাখার গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম ৭০ হাজার টাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে ১৭৫০ টাকা করে কিস্তি দিতে হয় তাকে। কিস্তির টাকা দিতে দেরি হওয়ায় শনিবার ৫০ হাজার টাকা মূল্যের একটি গরু নিয়ে যায় ওই মাঠকর্মী।

এনজিওর সদস্যরা জানান, কুলসুম বেগম টাকা ঠিকমতো পরিশোধ করতে না পারায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (এনজিও) দক্ষিণ আইচা ম্যানেজার সামীম আহমেদের নির্দেশক্রমে মাঠকর্মী হাসিনা কিস্তির টাকা উদ্ধার করতে একটি গরু নিয়ে যান। কিস্তিতে টাকা নেওয়া ব্যক্তির সঙ্গে এমন অমানবিক কাজ করায় সেই মাঠকর্মী হাসিনাকে চাকুরিচ্যুত করেছেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (এনজিওর) ইডি মো. জাকির হোসেন মঈন।

গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ভোলা জেলার পরিচালক হুমায়ুন করিব বলেন, নিয়মানুযায়ী যে কর্মী গ্রামে কিস্তির ওপর টাকা দিবে, সেই কর্মী ঠিকমতো টাকা না উত্তোলন করতে পারলে যথাসময়ে তার বেতন থেকে কর্তনের হুঁশিয়ারি দেওয়া হয়। ওই ভয়ে মাঠকর্মী কিস্তির টাকা উত্তোলন করতে না পেরে গরু নিয়ে এসেছেন। তবে এটা তিনি ঠিক করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮