• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ রাত ১২:৫৫:৪৪ (07-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ রাত ১২:৫৫:৪৪ (07-Apr-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হলেন মাহবুবুল আলম

২ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০০:৩১

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হলেন মাহবুবুল আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেবেন।

২ আগস্ট বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এক অনুষ্ঠানে নতুন সভাপতির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। এ সময় নির্বাচন বোর্ডের অন্য ২ সদস্য শামছুল আলম এবং এমএন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।

এ অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে আমিন হেলালীর নাম ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী চেম্বার গ্রুপ থেকে ৩ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩ জনসহ মোট ৬ জন সহ-সভাপতির নাম ঘোষণা করেন।

চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও যশোধা জীবন দেবনাথ। অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হিসেবে নির্বাচিত হেয়েছেন শমি কায়সার, রাশেদুল হোসাইন চৌধুরী রনি এবং মুনির হোসাইন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ