• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩১:৫০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩১:৫০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১২ ব্রিজ নির্মাণ করে ৪০ গ্রামের মানুষের যোগাযোগের ব্যবস্থা করলেন এমপি পলাশ

২৫ মে ২০২৪ দুপুর ০১:৫২:২০

১২ ব্রিজ নির্মাণ করে ৪০ গ্রামের মানুষের যোগাযোগের ব্যবস্থা করলেন এমপি পলাশ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও  রৌমারী উপজেলায় ২টি নদীর উপরে ১২ টি কাঠের সাঁকো নির্মাণ করে দিয়ে উপজেলার ৪০ গ্রামের অধিবাসীদের উপজেলাসহ শহর বন্দরে যোগাযোগের ব্যবস্থা করেছেন স্থানীয় সংসদ সদস্য পলাশ।

এই ২ নদীতে ব্রিজ না থাকায় চরম বিপাকে পড়তে হত সকলের। কৃষকদের মাঠ থেকে ফসল বাড়িতে আনা, ছেলে মেয়েদের স্কুল কলেজ  ও হাট বাজারে যাতায়াত ছিল কষ্টসাধ্য। ফলে নদীর এই অংশে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ব্রিজ নির্মাণের।

সম্প্রতি কুড়িগ্রাম-৪ আসনে নৌকার মাঝি হন অ্যাড. বিপ্লব হাসান পলাশ । এই এলাকায় ভোট চাইতে গেলে এলাকাবাসী ব্রিজটি নির্মাণ করার  দাবি জানান। বিপ্লব হাসান পলাশ কথা দিয়েছিলেন নির্বাচিত হলে সেখানে ব্রিজ নির্মাণ করে দিবেন।

৪০ টি গ্রামের মানুষের কথা চিন্তা করে সাময়িক এই কাঠের সাঁকো তৈরি করে জিআর প্রকল্প থেকে বরাদ্দ দিয়ে রৌমারী ও রাজীবপুর উপজেলার ১২টি কাঠের সাঁকো তৈরি করে দেন এমপি।

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, এই ব্রিজ নির্মাণের ফলে কৃষকদের মাঠ থেকে ফসল বাড়িতে আনা এবং ছেলেমেয়েদের স্কুল কলেজ ও হাট বাজারে যাওয়াসহ সকল কার্যক্রমে যাতায়াত সহজ হয়েছে।

ব্রিজটি নির্মাণ করায় ওই এলাকার আজিজুল হক বলেন, আগে এখানে যাতায়াতের মাধ্যম ছিল নৌকা। জেটি দিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই বিপাকে পড়ত। ব্রিজটি হওয়ায় মানুষের দীর্ঘ দিনের ভোগান্তির শেষ হলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন খাল বিল ও নদীর উপর দিয়ে কাঠের সাঁকো  তৈরি করা হয়েছে। কাঠের তৈরি এ সাঁকো দিয়ে মানুষ, বাইসাইকেল ও রিকশ-অটোরিকশা সহজেই যাতায়াত করতে পারবে।

দীর্ঘ দিনের যাতায়াতের ভোগান্তি লাঘব হওয়ায় অনেক খুশি রৌমারি রাজিবপুর উপজেলার প্রায় ৪০টি গ্রামের মানুষ। তবে এলাকাবাসীর দাবি কাঠের সাঁকোর পরিবর্তে যেন স্থায়ী ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮