• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৬:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৬:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস মারা গেছেন

৩০ আগস্ট ২০২৩ সকাল ১০:২০:৩২

নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস মারা গেছেন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। ৩০ আগস্ট বুধবার সকাল ৭টা ২২ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 ৩০ আগস্ট বুধবার সকাল ৯টায় এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুর বিষয়টি তার পারিবারিক এবং রাজনৈতিক একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

সংসদ সদস্যদের ঘনিষ্ঠ ছাত্র লীগের সাবেক নেতা আকরামুল ইসলাম জানান, আজ বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবন চত্বরে এমপি কুদ্দুসের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নাটোরে আনা হবে প্রয়াত এই সংসদ সদস্যের মরদেহ। বিকেল ৪টায় নাটোর কানাইখালি মাঠ, বিকেল ৫টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সন্ধ্যা ৬টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং বাদ মাগরিব তার জন্মভূমি বিলশা ঈদগাহ মাঠে তার শেষ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

শ্বাশকষ্টজনিত কারণে এমপি আব্দুল কুদ্দুসকে ২৬ আগস্ট শনিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় আইসিউতে চিকিৎসা চলে। শনিবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এমপিকে আইসিইউতেই রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি আরো জানান, উন্নত চিকিৎসার জন্য এই নেতাকে থাইল্যান্ড নেওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

পারিবারিক সূত্র জানিয়েছে, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরেই শ্বাশকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এর জন্য তিনি থাইল্যান্ডে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, প্রিয় নেতার মৃত্যুতে তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩