স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের দেশের গার্মেন্টস শিল্প, সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনের একটি শিল্প। নারায়ণগঞ্জ সমৃদ্ধশালী এই শিল্পে, বহু বৈদেশিক মুদ্রা এখান থেকে অর্জন করা হয়। আমরা কি দাবি করতে পারি না যে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে হবে। আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি করতে পারি না। আমরা প্রত্যেকটি থানায় কমপক্ষে একটি করে খেলার মাঠ দাবি করতে পারি না। আমি এই কথাগুলো এজন্য বলছি যে, আমাদের চাহিদা অনেক আছে; আদায় করার ব্যবস্থা নাই। জবাবদিহিতা থাকলে অনেক প্রতিষ্ঠান-সংগঠনের দুর্নীতি অনেকটাই কমে যাবে।
১১ জানুয়ারি শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প সমৃদ্ধ এলাকা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন নারায়ণগঞ্জ। অতীতের ইতিহাস, অনেকে বলেছেন আমাদের দুর্নাম রয়েছে; আমাদের খ্যাতিরও কিন্তু কোনো অভাব নেই। বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং অর্থনৈতিক উন্নয়নে অনেক উল্লেখযোগ্য নারায়ণগঞ্জের মানুষ পালন করেছে। অনেক ইতিহাস তৈরি করেছে। হতে পারে, আমাদের কিছু মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নারায়ণগঞ্জের কিছু দুর্নাম হয়েছে। আমরা কেউই এই দুর্নাম চাই না, আমরা সুনাম চাই।
তিনি বলেন, আমরা সেই নারায়ণগঞ্জ চাই যেই নারায়ণগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনৈতিক ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রাখে সেসকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যাদের মধ্যে মানবিক গুণাবলি থাকবে; তাদের নেতৃত্ব আমরা নারায়ণগঞ্জে দেখতে চাই। ভালো নেতৃত্ব তৈরি করা গেলে নারায়ণগঞ্জকে এগিয়ে নেয়া যাবে। এই কাজটি করার জন্য আমাদের কিছু চিন্তা চেতনা পরিবর্তনের দরকার রয়েছে।
আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, ধরেন নারায়ণগঞ্জে কোনো নতুন এসপি, ডিসি বা ওসি আসলো। এমন নির্লজ্জ বেহায়াপনা আমরা প্রদর্শন করি, ফুলের তোড়া নিয়ে আগে গিয়ে তাকে সংবর্ধনা জানাবো। কে তার সাথে ছবি তুলে কর্ম করে তার সান্নিধ্য লাভ করব, এজন্য আমরা এগিয়ে যাই। এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আমরা অবশ্যই একজন ব্যক্তিকে প্রশংসা করবো, কিন্তু সেটা তার কর্ম দেখে। আমাদের চারিত্রিক অবক্ষয় থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। এ প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়, তাই এই প্রশাসনের ওপর নারায়ণগঞ্জবাসীর অবশ্য একটি চাপ থাকতে হবে। যেমন দাবি থাকবে, দাবি বাস্তবায়নের চাপও থাকতে হবে। সেখানে চামচাগিরি করার অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা অর্জন করতে পারবো না।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available