• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২২:৪৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২২:৪৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পেশাজীবী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি জুয়েল

৫ এপ্রিল ২০২৪ রাত ০৮:২১:১৫

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পেশাজীবী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি জুয়েল

খুলনা ব্যুরো: খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, সাংবাদিক জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে সাংবাদিকরা দেশ ও জাতির স্বার্থে কাজ করে। রাষ্ট্র উপকৃত হয়। সে কারণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। আর এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একমাত্র পেশাজীবী সাংবাদিকরাই করতে পারে। সুতরাং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকল পেশাজীবী সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।

৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এমপি জুয়েল বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। যারা সরকারের কল্যাণ চায় না। খুলনা প্রেস ক্লাব স্বাধীনতার স্বপক্ষের ঐতিহ্যবাহী একটি প্রেস ক্লাব। এই প্রেস ক্লাব ঘিরে খুলনা সাংবাদিক ইউনিয়ন, স্বাধীনতা সাংবাদিক পরিষদ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, খুলনা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনে পেশাজীবী সাংবাদিকরা কাজ করে। এখানে যাতে কোনো অপেশাদার ব্যক্তি সাংবাদিক সেজে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি খুলনা প্রেস ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব মো. বাবুল আক্তার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দে বাপি, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুনীল দাস, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, দৈনিক দেশ সংযোগের নির্বাহী সম্পাদক আবু নুরাইন খোন্দকার, বৈশাখী টিভির ব্যুরো প্রধান শেখ হেদায়েত উল্লাহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাংলাদেশ সমাচারের খুলনা ব্যুরো প্রধান আমিরুল ইসলাম বাবু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. রুহুল আমিন, মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুর আলম সুমনসহ সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ