ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় মেসার্স এ. লতিফ ফিলিং স্টেশনে প্রকাশ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খালি সিলিন্ডারে পাম্পের গ্যাস ভরা হচ্ছে। নামি-দামি ব্রান্ডের এলপিজির খালি সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরা বা ক্রস ফিলিং করায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে ডুমুরিয়া উপজেলায় মেসার্স এ. লতিফ ফিলিং স্টেশন। পাশেই ডুমুরিয়া থানা এবং উপজেলার প্রশাসনিক দপ্তর। এই ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল ও অকটেনের পাশাপাশি গাড়িতে গ্যাস ভরা হয়। গ্যাস ভরার পাম্পটি সামনে থেকে দেখা গেলেও বিকেলে দুটি ড্রাম ট্রাক রেখে সেটি আড়াল করা হয় এবং পেছনে পিকআপ বা ভ্যানে করে আনা খালি সিলিন্ডারে গ্যাস ভরা হয়।
বিষয়টি জানতে পেরে কয়েকজন সাংবাদিক সরেজমিনে দেখতে গেলে পাম্পের লোকজন প্রথমে তাদের ধমক দেন। পরে খালি সিলিন্ডারে গ্যাস ভরার বিষয়টি স্বীকার করে ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলেন, বাজারে বসুন্ধরা কোম্পানির গ্যাসের সিলিন্ডারের সংকট রয়েছে। তাই মানুষের উপকারের জন্য এই ক্রস ফিলিং করছেন তারা। এ সময় দুটি পাইপের মাধ্যমে শত শত খালি সিলিন্ডারে গ্যাস ভরা হচ্ছিল। দেশের নামি-দামি প্রায় সব ব্রান্ডের খালি সিলিন্ডার সেখানে ছিল।
যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি লিটার ৬৮ টাকা। কিন্তু রান্নার গ্যাসের লিটার পড়ে ১০৭ টাকার উপরে। ক্রস ফিলিং করতে ১২ লিটারের গ্যাস সিডিন্ডারের জন্য নেওয়া হয় এক হাজার টাকা। সেখানে কর্মরতরা জানান, ৮০০ থেকে ১০০০ টাকায় সিলিন্ডারে গ্যাস ভরা হয়। অথচ বাজারে ওই পরিমাণ সিলিন্ডার গ্যাসের দাম ১৬০০ টাকা।
অনুসন্ধানে জানা যায়, ডুমুরিয়ার এই ফিলিং স্টেশন থেকে এভাবে খালি সিলিন্ডারে গ্যাস ভরে সেই সিলিন্ডার খুলনা, সাতক্ষীরা, যশোর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এতে অসাধু ব্যবসায়ীদের প্রতি সিলিন্ডারে মুনাফা হয় কয়েকশ’ টাকা।
মেসার্স এ. লতিফ ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ জমাদ্দার সাংবাদিকদের কাছে খালি সিলিন্ডারে গ্যাস ভরার বিষয়টি স্বীকার করে বলেন, বসুন্ধরার গ্যাস সিলিন্ডারের সংকট, ইরান থেকে গ্যাস আসছে না; তাই তিনি মানুষের উপকারের জন্য সিলিন্ডারে ফিলিং করছেন।
এ সময় বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনকে চাঁদা দেওয়ার কথাও জানান লতিফ জমাদ্দার। তিনি বলেন, 'আভা সেন্টারের পাশে সরকারের একটি স্কুলের জন্য আমার ভাটা থেকে ৩-৪ হাজার ইট বিনামূল্যে দিতে হচ্ছে। এ ছাড়া স্বাধীনতা দিবস, বিজয় দিবসে চাঁদা দিতে হয়। খাস জমিতে ইটভাটা করায় এবার আমাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে, তারপরও চাঁদা দিতে হয়।'
এ ব্যাপারে জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, 'ফিলিং স্টেশনের গ্যাস সিলিন্ডারে ভরা অবৈধ। আমাদের কাছে আগে থেকে এমন অভিযোগ আছে। ফিলিং স্টেশনের গ্যাসের সঙ্গে পানি দেয়া হয়। ওজনে কম ও পানি দেওয়ায় গ্রাহক প্রতারিত হচ্ছে।'
খুলনা বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক ড. আসাদুল ইসলাম জানান, তিনি পরিদর্শন করে লতিফ ফিলিং স্টেশনে অবৈধ ক্রস ফিলিংয়ের প্রমাণ পেয়েছেন। আইনে স্বয়ংক্রিয় যানবাহনের গ্যাস বোতলজাত সিলিন্ডারে এস ফিলিং করলে ৫ বছর কারাদণ্ড, আর ৩০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে। একইসঙ্গে লাইসেন্স বাতিল হওয়ার বিধান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available