• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৫:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৫:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

এবার বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম

২ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৫৪:২৬

এবার বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম

জেষ্ঠ প্রতিবেদক: তরলীকৃত গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডার প্রতি ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা করা হয়েছে। ২ আগস্ট বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এদিন সন্ধ্যা থেকেই নতুন এ মূল্য কার্যকর হবে।

এর আগে চলতি বছড় জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি ৯৪ টাকা ৯৬ পয়সা দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের ৫২ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে নতুন ঘোষণায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২