• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১২:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১২:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি পালন

২৫ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:২৩

গাজীপুরে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি পালন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

এ উপলক্ষে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা, রচনা প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবির ও স্টাফ রিপোর্টার মোরশেদ আলমের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।

গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে ও বাচিক শিল্পী ইকবাল আহমেদ নিশাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড আজমত উল্লাহ খান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদাত হোসেন, গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হক রিপন, আজকের পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান সাদ, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের ক্রীড়া সম্পাদক আনোয়ার হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

এসময় মেগা প্রকল্পে বদলে যাওয়া বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধে গাজীপুরের অবদান এই দুই বিষয়ে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেয় আগত অতিথিরা। শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধাগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩