• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ০১:৫৭:৫৭ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ০১:৫৭:৫৭ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩১ আগস্ট ২০২৩ বিকাল ০৩:৫৩:১০

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় ৩১ আগস্ট বিকাল সাড়ে তিনটায় শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

দলে অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের। অভিষেক ম্যাচে মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেনিংয়ে নামেন তিনি।

সর্বশেষ ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১ রান। মহেশ থিকশানার বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ