• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহীতে পাশের হার ৮৯.৩, ক্যাডেটে শতভাগ গোল্ডেন

১২ মে ২০২৪ দুপুর ০২:৫৬:১৪

রাজশাহীতে পাশের হার ৮৯.৩, ক্যাডেটে শতভাগ গোল্ডেন

রাজশাহী প্রতিনিধি: ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। শতকরা ৮৯.৩ শতাংশ। গতবছর এই পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। এবার রাজশাহী বোর্ডে পাসের হার বেড়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন। এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম ।

এসএসসি পরীক্ষা ২০২৪ এ রাজশাহী ক্যাডেট কলেজের (আরসিসি) সাফল্য গৌরবোজ্জ্বল অতীত। আরসিসি থেকে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮জন গোল্ডেন চিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শতভাগ ফলাফলে আনন্দিত অধ্যক্ষ ড. আ ফ ম মোরতহান বিল্লাহ, ভিপি বদরুন নাহার , অ্যাডজুটেন্ট মেজর জুবিন ওয়াহিদ, মেডিকেল অফিসার ক্যাপটেন ইয়াছিন বিপ্লবসহ সকল অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ সকল স্টাফ।  

এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মেয়েদের পাসের হার ৯১.৯০ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৬.৭৮ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৯৫ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৭৯ জন ছাত্র।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৮৫৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩