• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

বাংলাদেশ

আমিরাতের দুটি স্কুলে পাস ৬২, ফেল ৮ জন

১৩ মে ২০২৪ দুপুর ০২:১৬:১২

আমিরাতের দুটি স্কুলে পাস ৬২, ফেল ৮ জন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুটো স্কুলে ১২ মে রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছিল ৭০ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ৬২ জন ও ফেল করেছে ৮ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল একজন।

রাজধানী আবুধাবির শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিলো ৩৭ জন, এর মধ্য অংশনেয় ৩৬ জন। কৃতকার্য হয় ২৯ জন, এদের মধ্য এ গ্রেড ৮ জন, এ- ১০ জন, বি গ্রেডে ৮ জন এবং সি গ্রেডে উর্তীন্ন হয়েছে ৩ জন শিক্ষার্থী। তবে এবার হতাশাজনকভাবে কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি। বাকি ৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। স্কুলটির মোট পাশের হার ৮১ শতাংশ।

অন্যদিকে উত্তর আমিরাতের​রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবছর ৩৪ জন এসএসসি পরিক্ষার্থী অংশনেয়। এদের মধ্য মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উর্তীন্ন হয়েছে। বাকিদের মধ্য এ গ্রেডে ১৩ এবং বি গ্রেডে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণের বিপরীতে ১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মোট পাশের হার ৯৪ দশমিক ৪ শতাংশ।

আমিরাতে ফলাফল বিপর্যয়ে প্রবাসী অভিভাবকদের মনে অসোন্তোষ দেখা দিয়েছে।

ফলাফলের বিষয়ে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশি স্কুলের জৈষ্ঠ শিক্ষক এ এস এম আবদুল গণি সিদ্দিকি বলেন, এবছর আশানুরূপ পরীক্ষার ফলাফল হয়নি। তবে আমরা শিক্ষার্থীদের বিষয়ে আরো যত্নশীল হবো, যাতে করে আগামি বছর শিক্ষার্থীরা আশানুরূপ ভালো ফলাফল নিশ্চিত করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩