ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ২৪ জানুয়ারি বুধবার গাউসুল আযম হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (কঃ)-এর ১১৮তম ওরস শরীফ উদযাপন করা হবে।
আগামীকাল ফজরের নামাজ শেষে রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে।
বুধবার সকাল ৮টায় রওজা শরীফে খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, তাওয়াল্লোদে গাউসিয়া পাঠ ও মিলাদ অনুষ্ঠিত হবে। রাত ১০টায় মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভান্ডারীর প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও আওলাদে রাসূল হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃ)।
ওরস শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গাউসিয়া হক মঞ্জিল ওরস এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
ফটিকছড়ি উপজেলা প্রশাসন ওরস শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে।
এছাড়াও গাউসিয়া হক মঞ্জিল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আশেক-ভক্তদের যাতায়াত নির্বিঘ্নে করতে ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা নাজিরহাট ঝংকার মোড় হতে মাইজভান্ডর দরবার শরিফের পুরো এলাকা জুড়ে দায়িত্ব পালন করবেন।
‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ব্যবস্থাপনায় ২৩ জানুয়ারি নগরীর মুরাদপুর থেকে মাইজভান্ডার শরিফ শাহী গেইট পর্যন্ত বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available