নিজস্ব প্রতিবেদক: লাখো আশেক-ভক্তের অংশগ্রহণে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক:)-এর ১১৮তম ওরস শরীফ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
২৪ জানুয়ারি বুধবার মাইজভাণ্ডারে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর নামে প্রতিষ্ঠিত গাউসিয়া হক মঞ্জিলে এ ওরস শরীফ সমাপ্ত হয়।
আগেরদিন বাদ আসর পবিত্র রওজা ধৌত করার পর খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ পাঠের মাধ্যমে উরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ৯ মাঘ থেকে দেশের দূর-দূরান্ত হতে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে। রাতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা সামা মাহফিলে সুফি সঙ্গীত পরিবেশন করেন।
ওরস শরীফ উপলক্ষে তাঁর রওজা শরিফকে ঘিরে ভক্ত জনতা দোয়া, দুরূদ, মিলাদ, কিয়াম ও জিকির আজকারে মশগুল থাকেন। এ মহান অলির উসিলায় নিজেদের হাজত মকসুদ পূরণ ও আল্লাহ্ পাকের নৈকট্য অর্জনের অশ্রুসিক্ত ফরিয়াদ জানান ভক্ত জনতা।
রাত সাড়ে বারটায় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। মোনাজাতে তিনি মানুষের আত্মিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক শান্তি ও মুক্তি কামনা করে আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহর মকবুল বান্দাগণ বরকতময়। তাঁদের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান দিবস শান্তিময়। মাইজভাণ্ডারীয়া ত্বরিকার আধ্যাত্মিক দর্শন- ব্যক্তিগত পরিশুদ্ধির জন্য উসুলে সাবআ, সামাজিক শান্তির জন্য তাওহিদে আদইয়ান এবং বৈশ্বিক সংকট মুক্তির জন্য আদলে মোত্লাক। জীবনের সর্বক্ষেত্রে এই কল্যাণময় দর্শন আমাদের চর্চা করা প্রয়োজন। রাসুল (দ.) নির্দেশিত সংঘাতহীন শান্তিপূর্ণ সমাধানের উদাহরণ হলো- হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়ের ঘটনা।
তিনি ওরস শরীফ উদযাপনে জেলা পুলিশ, র্যাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যবৃন্দ, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বিআরটিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইয়ুথ, স্বেচ্ছাসেবক ও সকল সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available