• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাকে বহনকারী প্রাইভেটকারে ককটেল হামলা, আহত ২

২৫ মার্চ ২০২৪ দুপুর ০১:৪৬:২৪

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাকে বহনকারী প্রাইভেটকারে ককটেল হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে বহনকারি প্রাইভেটকারে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আব্দুস সালাম প্রাণে বেঁচে গেলেও তার গাড়ি চালক আব্দুর রহিম ও জেলা পরিষদের অ্যাকাউন্টস অফিসার মামুনুর রশিদ ককটেলের আঘাতে আহত হয়। ককটেলের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেটকারটি।

২৪ মার্চ রোববার রাত পৌনে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর-চৌধুরি মোড়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাতেই জেলা পুলিশের ঊর্ধ্বতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাড়ি চালক আব্দুর রহিম জানান, রাজশাহীতে কাজ শেষ করে তিনজন একই প্রাইভেটকারে শিবগঞ্জের বাড়িতে ফিরছিলেন তারা। মহারাজপুর-চৌধুরি মোড়ে পৌঁছামাত্রই মহাসড়কের পাশ থেকে গাড়ি লক্ষ করে অন্তত ১০/১২টি ককটেল হামলা চালানো হয়। এতে গাড়ির গ্লাস ভেদ করে ককটেলের স্প্রিন্টার মামুন ও তার ডান হাতে লেগে আহত হয়। পরে মামুনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, আমাদেরকে হত্যা করতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ককটেল হামলা চালানো হয়েছে। তার দাবি-রাজনৈতিক প্রতিপক্ষরা অর্থাৎ, আসরাফ চেয়ারম্যানের নেতৃত্বে সুমন, বরজাহান, রিমন, বাবু ঝাপড়া, খাইরুল ঝাপড়া, টনি, কালু, নয়ন, মুক্তারুলসহ অজ্ঞাত ২০/২৫ জন হামলার ঘটনা ঘটিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, ককটেল হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২