• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৭:১০ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৭:১০ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারে কঠিন চীবরদান উৎসব

২ নভেম্বর ২০২৩ রাত ০৯:৩৬:২১

রাঙ্গুনিয়ায় কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারে কঠিন চীবরদান উৎসব

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারে কঠিন চীবরদান উৎসব পালিত হয়েছে। এই উপলক্ষে প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরের স্মৃতিচৈত্যের দ্বারোদঘাটন, কল্যাণব্রতীর সম্মাননা জ্ঞাপন ও স্বাগত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম-মিরশ্বরাই-সীতাকুণ্ড ভিক্ষু সমিতির সভাপতি ড. ধর্মকীর্তি মহাস্থবির। উদ্বোধন ঘোষণা করেন উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারের অধ্যক্ষ নন্দশ্রী ভিক্ষু। স্বাগত বক্তব্য দেন বিহার কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মনিলাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি সুমঙ্গল মহাস্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন এলজিইডি চট্টগ্রামের সিনিয়র সহকারী প্রকৌশলী সুমন তালুকদার এবং বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া।

ধর্মালোচনা করেন দীপানন্দ স্থবির। অতিথি ছিলেন শংকর তালুকদার, স্থপতি বিজয় তালুকদার, স্থপতি তুহিন বড়ুয়া, সুব্রত তালুকদার প্রমুখ। বিভিন্ন পর্বে সঞ্চালনা করেন প্রাক্তন প্রচার সম্পাদক সুজিত তালুকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক সুষ্ময় তালুকদার দীপ্ত, বর্তমান সহ প্রচার সম্পাদক সৈকত তালুকদার। প্রথম পর্বে সভাপতিত্ব করেন ইন্দাচারা মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন শাসনপ্রিয় মহাস্থবির। ধর্মদেশক ছিলেন উ.সুবর্ণ স্থবির, নন্দপ্রিয় স্থবির, স্বরূপানন্দ স্থবির প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন বেশান্ত তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সোহেল তালুকদার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গ্লোবাল সুইস বিজনেস হাবের যাত্রা শুরু
২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৩:০৫

ভিশন বাংলাদেশের সভাপতি সফিক, সম্পাদক মিরাজ
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৪:৫০