বিনোদন রিপোর্ট: জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ঢাকায় আসছেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী।
‘ইকোস অব রেভোলিউশন’ নামের এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও অংশ নেবেন আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ এবং র্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নান।
এই কনসার্টের বিস্তারিত জানাতে ২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্পিরিটস অব জুলাই।
এতে লিখিত বক্তব্য প্রদান করেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান।
লিখিত বক্তব্যে বলা হয়, এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এই পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর সহযোগিতা নিচ্ছে ‘স্পিরিটস অব জুলাই’।
সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে বলে জানান আয়োজকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available