• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৫:৪৮ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৫:৪৮ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনদের বরণ করে নিল রাবির আবৃত্তি সংগঠন স্বনন

১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৪৫:০১

নবীনদের বরণ করে নিল রাবির আবৃত্তি সংগঠন স্বনন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীনদের বরণ করে নিয়েছে রাবির আবৃত্তি সংগঠন স্বনন।

৩১ জানুয়ারি বুধবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে নবীনদের বরণ করে নেয়া হয়। স্বননের আহবায়ক মিজান শেখ, সিনিয়র সদস্য কবি মোহাম্মদ কামাল ও তাপস কুমার মজুমদার এ সময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।

নবীনবরণে স্বননের আহবায়ক মিজান শেখ বলেন, বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তিচর্চার প্রথম সংগঠন স্বনন। সারা বাংলাদেশ তথা সমগ্র বিশ্বে শুদ্ধ বাংলা ছড়িয়ে দিতে স্বননের আবৃত্তি শিল্পীরা অগ্রণী ভূমিকা রাখছে। কবিতার ছাই উসকে আগুন উড়ায় স্বননের সকল আবৃত্তিযোদ্ধারা । মানবতা, মাতৃভাষা ও মুক্তিযুদ্ধের চেতনায় স্বননকর্মীরা সর্বদা উদ্বুদ্ধ। এরই ধারাবাহিকতায় স্বনন প্রতিবছর নতুন সদস্য যুক্ত করে থাকে। স্বনন আজ যাদের বরণ করে নিল, তারাও একদিন আবৃত্তির মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে স্বননের সিনিয়র সদস্য কবি মোহাম্মদ কামাল বলেন, স্বনন একটি শব্দ, কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একটি শব্দ নয়। স্বননের প্রতীকটি এঁকেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী হাশেম খান। এই ছবিটি আমাদের মনের ভিতরে এমনভাবে গেঁথে গেছে যে চোখ বন্ধ করলেও আমরা তা দেখতে পাই।

এ সময় স্বননের আরেক সিনিয়র সদস্য তাপস কুমার মজুমদার বলেন, আজকের নবীন বরণে একসাথে এত নবীন সদস্য দেখে আমার সত্যিই ভালো লাগছে। মাঝখানে করোনার কারণে স্বননের কার্যক্রম অনেকটাই বিঘ্নিত হয়েছে।

উল্লেখ্য, স্বনন বাংলাদেশের প্রাচীনতম আবৃত্তি সংগঠন। স্বননের পথচলার শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮১  সালের ২০ সেপ্টেম্বর। বিভিন্ন দিবসে এবং নিয়মিতভাবে ক্যাম্পাসে অনুষ্ঠান আয়োজন করে স্বনন। এছাড়া প্রতি বছর উদযাপন করে উৎসবমুখর প্রতিষ্ঠাবার্ষিকী। বছরে দুবার অডিশনের মাধ্যমে কর্মী নেয় স্বনন। প্রতিদিন বিকেলে মমতাজউদ্দিন কলাভবনের পূর্বদিকের বারান্দায় আবৃত্তির মহড়া করেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালবাসার ঘ্রাণ’
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪০:৪৯





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭